মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হাকিম বেপারী ও তার লোকজন ওই ইউপি সদস্যের ওপর হামলা করেছেন বলে অভিযোগ। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শাহ আলম সরদারের ওপর হামলা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাকিম বেপারীর নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ কারণে বাড়িঘর ও রাস্তা ভেঙে যাচ্ছে। ইউপি সদস্য শাহ আলম সরদার বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্দন কর্মসূচিও পালন করেছেন তিনি। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাকিম বেপারী আজ শাহ আলম সরদারকে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙে দিয়েছেন। গুরুতর আহত শাহ আলম সরদারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাগর দেওয়ান বলেন, ‘আমাদের এলাকার আড়িয়াল খাঁ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। আমাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাচ্ছে। এর প্রতিবাদ করায় আমাদের ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে হাকিম বেপারীর লোকজন। আমরা তার বিচার চাই।’
অভিযুক্ত হাকিম বেপারী ঘটনার পর থেকে পলাতক। ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহ উদ্দিন বলেন, ‘অভিযুক্ত হাকিম বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মেম্বারকে মারধরের ঘটনায় অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আ. দৈ. /কাশেম/ইমদাদুল