গত দুই সপ্তাহ ধরে চলা আশুলিয়া শিল্পাঞ্চলে আশুলিয়ায় আজও ৫৫ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাড়কের উভয়পাশে অবস্থিত অধিকাংশ কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ লাগানো রয়েছে। কারখানা গুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে রয়েছে।
শিল্প পুলিশ জানায়, নূন্যতম মজুরি ২৫হাজার টাকা, বকেয়া বেতন-ভাতা পরিষোধসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় গত রবিবার থেকে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই জেরে মহাসড়কের উভয়পাশে অবস্থিত অর্ধশত কারখানা বন্ধসহ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিলো। আজও এই এলাকার হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, এনভয়, নাসা গ্রুপ, স্টারলিংসহ ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করলে বিশৃঙ্খলার আশংকায় সেই কারখানায়গুলোও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন করার কারণে আজ ৪৬ টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ডিইপিজেডসহ বাকী সব কারখানাতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। এই অঞ্চলের ম্যাক্সিমাম ফ্যাক্টরি খোলা। এখানে আমাদের ৭৭৫ টি তৈরি পোশাক কারখানা আছে। তার মধ্যে ৫৫ টা বন্ধ আছে। কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
আ. দৈ. /কাশেম/সেলিম