যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল।
পুলিশ জানায়, ৪১ বছর বয়সী অঙ্কিত লাভকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, সেদিন ভোরে একজন ব্যক্তি কূটনৈতিক মিশনের জানালা ভাঙচুর করছে বলে অভিযোগ পেয়ে তাদের কর্মকর্তাদের ফোন করা হয়েছিল।
সোমবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য লাভকে হেফাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত অঙ্কিত লাভের বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়।
অঙ্কিত লাভের জন্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে। ২০১৫ সালে তিনি নিজেকে জম্মু ও কাশ্মীরের ডোগরা রাজবংশের উত্তরাধিকারী এবং জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির সাবেক প্রেসিডেন্ট ভীম সিং-এর পুত্র হিসেবে ঘোষণা করেন। জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও বামঘেঁষা রাজনৈতিক দল।
২০১৬ সালে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। সেজন্য ‘ওয়ান লাভ পার্টি’ নামের একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন। কিন্তু নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার সেই রাজনৈতিক দলটিও বর্তমানে অস্তিত্বহীন।