বিমাবন্দরে অতিরিক্ত ওজনের ব্যাগ বহন করায় নির্ধারিত ফি চান কর্মী।এতেই চটে ওঠেন ওই যাত্রী। পেশা সেনা কর্মকর্তা সরাসরি আঘাত করে বসেন কর্মীদের। এতে চারজন আহত হন, একজনের চোয়াল ভেঙে যায়। গত ২৬ জুলাই ভারতের শ্রীনগর বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্পাইসজেট।
বিবৃতিতে কোম্পানি জানায়, ওই সিনিয়র সেনা কর্মকর্তার কেবিন লাগেজের ওজন ছিল ১৬ কেজি, যেখানে সর্বোচ্চ ৭ কেজি নেওয়া যায়। সেজন্য তার কাছে অতিরিক্ত ফি চাওয়া হয়েছিল। এতেই খেপে যান লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই যাত্রী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং। এই হামলার ঘটনার পর ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্পাইসজেটের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই দিল্লিগামী একটি ফ্লাইটের চেক-ইন চলাকালে এ ঘটনা ঘটে। লেফটেন্যান্ট কর্নেল রিতেশের দুটি কেবিন ব্যাগের মোট ওজন ছিল ১৬ কেজি, যা বিমান সংস্থার অনুমোদিত ৭ কেজির দ্বিগুণের বেশি।
যখন গ্রাউন্ড স্টাফরা তাকে অতিরিক্ত ব্যাগেজের কথা জানান এবং প্রযোজ্য ফি পরিশোধ করতে বলেন, তখন তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রিতেশ সহিংস হয়ে ওঠেন। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই কর্মকর্তা একটি স্টিলের সাইনবোর্ডের স্ট্যান্ড দিয়ে কর্মীদের ওপর হামলা করছেন।