শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকার ২০১১ সালের ৩১ ডিসেম্বর ঢাকার সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে বিভক্ত করেছে। ওই সময় একই আইনে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করা হয়। বিভক্ত হবার পর ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও বেতন ভাতাসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের শূন্য হাতে বিদায় করা হচ্ছে। একই সঙ্গে নিয়মিত কর্মকর্তা- কর্মচারীদেরও কথায় কথায় ৩ মাসের বেতন দিয়ে বিদায় করা হচ্ছে।
অথচ ঢাকা উত্তর সিটিতে কর্মকর্তা ও কর্মচারীরা পেনশনসহ নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ও কর্মচারীরা ওইসব সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
এদিকে আজ রোববার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা পেনশন প্রথা চালু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা ২০১৯ এর ৬৪ (২) ধারা বাতিলহ ১২ দফা দাবীতে নগর ভবনের ব্যাংক ফ্লোরে প্রতিকী অনশন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীদের জন্য অবিলম্বে পেনশন প্রথা চালুসহ আগের তৈরি করা সকল কালো আইন বাতিলের দাবি জানান।
অনশন কর্মসূচীতে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম মোশাররফ হোসেন মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আহাম্মদ হোসেন, মো: চাঁদ মিয়া, বেলায়েত হোসেন বাবু, আলতাফ হোসেন সরদার, আজিজুল ইসলাম সূজন, মো: মনির হোসেন, মো: কাইয়ুম, মো: জাহিদুল হক ভুইয়া, মো: মানিক মিয়া, কামাল হোসেন, আ: রহিম প্রমুখ।
আ. দৈ. /কাশেম