টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় 'Mymensingh Region Rural Infrastructure Development Project (MRRIDP)' সংশ্লিষ্ট এলজিইডি'র কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঠিকাদার কর্তৃক ওই প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২০ এপ্রিল) দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা টাঙ্গাইলের নাগরপুর এলজিইডিতে এই অভিযান পরিচানা করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ। তিনি আরো জানান, অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগ সংশ্লিষ্ট রাস্তা দুটি সরেজমিনে পরিদর্শনপূর্বক পরিমাপ গ্রহণ করা হয়। দুদক কর্মকর্তারা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।
প্রাপ্ত রেকর্ডপত্র প্রাথমিক পর্যালোচনায় একটি প্রকল্পের কাজ আংশিক বাস্তবায়ন করে সমূদয় কাজের চুড়ান্ত বিল উত্তোলনপূর্বক আত্মসাতের প্রথমিক প্রমাণ পাওয়া যায়।
এছাড়া, বাস্তবায়িত আংশিক কাজে নিচের বালুর স্তর ঠিক পাওয়া গেলেও খোয়া-বালু (সাব-বেইস) ও খোয়া (ডব্লিউবিএম) -এর থিকনেস অনেক কম এবং নিম্নমানের খোয়া পাওয়া যায়। অপর প্রকল্পে, আংশিক কাজ করে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত বিল প্রদান করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./ কাশেম