ভারতের ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে করা বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন শুনানি আগামীকাল বৃহস্পতিবার করবেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ বুধবার নতুন বাস্তবায়িত আইনের চ্যালেঞ্জের শুনানি শেষে এ কথা জানান দেশটির প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রধান বিচারপতি বলেন, আমরা একটি অস্থায়ী আদেশ জারি করতে চাই। সাধারণত কোন আইন পাস হলে আমরা হস্তক্ষেপ করি না। তবে ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ আইনের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। কারণ আইনটি ১৯৪০ সাল থেকে ব্যবহারকারী দ্বারা চলে আসছে।
দেশজুড়ে এই আইনটি নিয়ে যে সহিংসতা চলছে তা ‘বিরক্তিকর’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আদালত কোনও অস্থায়ী আদেশ জারি করেনি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এই মামলা স্থগিত করা হয়েছে।
এদিকে ভারতের সুপ্রিম কোর্ট নতুন বাস্তবায়িত আইনের চ্যালেঞ্জের শুনানিকালে ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ আইন বাতিল করে ওয়াকফ (সংশোধন) আইন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির রাজনীতিবিদরা। তারা বলেছেন, এই বিষয়ে অস্থায়ী আদেশ না দিয়ে ব্যবহারকারীদের দ্বারা ওয়াকফ বাতিল করার পরিণতি অনেক ভয়ংকর হবে।
এর আগে গত ৩ এপ্রিল আইনটি লোকসভায় পাস হয়। যেখানে ২৮৮ জন সদস্য আইনটি সমর্থন করেন এবং ২৩২ জন বিপক্ষে ভোট দেন। এরপর দিন আইনটির পক্ষে রাজ্যসভায় ভোট দেন ১২৮ জন এবং বিপক্ষে ভোট দেন ৯৫ জন।