এনসিসি ব্যাংক সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপ এর সাথে সাপ্লাই চেইন ফাইন্যান্স বিষয়ক একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় প্রাণ-আরএফএল গ্রুপের এসএমই খাতের সরবরাহকারীরা সহজ শর্তে এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও উপ-শাখা থেকে সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ করতে পারবে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সিপিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময়, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মোঃ মনিরুল আলম, এসইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মহিবুল্লাহ খান, ইভিপি ও হেড অব ক্রেডিট এ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন সাইফ উদ্দীন আহমেদ, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, এসভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান, এসভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তৌহিদহোসেন এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
র/আ