ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা যুবদলের উদ্যোগে ৬ নং মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাথে মতবিনিময় সভা আজ ১১ এপ্রিল ( শুক্রবার) বিকাল ৪টায় মঠবাড়ি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি মো: মাসুদ বিল্লাহ পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো : রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবদুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু।
বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পাশা নিপু।
রাজাপুর উপজেলা যুবদলের উদ্যোগে মঠবাড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তরুন, উপজেলা যুবদল ও ৬ নং মঠবাড়ি ইউনিয়ন যুবদলের ৯ টি ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ।
আ. দৈ./ কাশেম/ রমজান