ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের অত্যন্ত বিনয়ী কর্মচারী হিসেবে পরিচিত ’নমুনা সংগ্রহকারী’ মোহাম্মদ সোহরাব হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মোহাম্মদ সোহরাব হোসেন ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকাল ১০ টার দিকে রাজধানীর পুরান ঢাকায় সালাহ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্তান্ত ছিলেন। মৃত্যুকালে মোহাম্মদ সোহরাব হোসেন দুই ছেলে, এক স্ত্রী, নাতী- নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধব এবং শুভাকাঙ্খি রেখে গেছেন।
ছবিতে - মরহুম সোহবার হোসেন,সাবেক ও বর্তমান দুই সভাপতির মাঝখানে; সাদাসার্ট বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানআর লাল টি সার্ট সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।
এদিকে ডিএনসিসির প্রিয় কর্মচারী নেতা মোহাম্মদ সোহরাব হোসেনের মৃত্যুতে ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটসহ কমিটির নেতৃবৃন্দ এবং ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। একই সাথে মহরুমের বিদেহী আত্মতার শান্তি কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা সিটি করপোরশেনের কর্মচারীদের নিজস্ব আবাসন রাজধানীর আউটফল স্টাফ কোয়াটারে মরহুমের বাসা সংলগ্ন মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
আরো জানা যায়, ডিএনসিসির ’নমুনা সংগ্রহকারী’ মোহাম্মদ সোহরাব হোসেন চাকরি জীবনে কর্মচারীদের কল্যানে একাধিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এরআগে অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নে সিনিয়র সহ সভাপতি ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারশেনের সিনিয়র সহ সভাপতি ছিলেন। ঢাকা সিটি করপোরশেনের চতুর্থ শ্রেনির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
পুরান ঢাকায় সালাহ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ সোহরাব হোসেনকে শেষবারের মতো দেখতে গিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা, সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন মিলন।
আ. দৈ./কাশেম