দেশে বিশ্বাস যোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয়নি। তাই এই শঙ্কা দূর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসব পর্যবেক্ষণ জানান তিনি।
ডা. তাহের বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে জামায়াতের মৌলিক আপত্তি নেই তবে পর্যবেক্ষণ আছে। দেশে বিশ্বাস যোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এমন বিশ্বাস এখনও জনমনে তৈরি হয় নাই তাই এই শঙ্কা দূর করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের পূর্বশর্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। আর কোন অস্বচ্ছ নির্বাচন দেখার মানুষিকতা দেশের মানুষের নেই। ব্যর্থয় হলেই দেশের মানুষ আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের বিচার দৃশ্যমান করতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। তা না হলে অতীত আর বর্তমানের মধ্যে কোন পার্থক্য থাকবে না।