সাবেক সচিব ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আবু হেনা মোরশেদ জামানসহ ১১ জনের বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন এবং যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধভাবে ‘ভুয়া কোটা’ তৈরির মাধ্যমে ১০৭ জনকে ভর্তি করানোর সুনিদিষ্ট অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মামলায় অপর ১০ আসামি হলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অধ্যক্ষ শাহান আরা বেগম, গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. শহীদুল ইসলাম, সাবেক সদস্য গোলাম আশরাফ তালুকদার, অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক) মো. মুজিবুর রহমান, প্রাক্তন অভিভাবক সদস্য (মাধ্যমিক) মো. আব্দুর রব মিয়া, অভিভাবক সদস্য (প্রাথমিক) মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য (সংরক্ষিত) আজিজা বেগম, সদস্য ও শিক্ষক প্রতিনিধি (উচ্চ মাধ্যমিক) মুনিরজাদী কাফিয়া আলম, প্রাক্তন সদস্য ও শিক্ষক প্রতিনিধি (মাধ্যমিক) মো. গোলাম মোস্তফা ও প্রাক্তন সদস্য ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত) মাকসুদা আক্তার।
আজ রোববার (০৬ এপ্রিল) দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দণ্ডবিধির ৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ শিক্ষাবর্ষে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০৭ শিক্ষার্থী ভর্তি করানো হয়। এই ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা মানা হয়নি। জড়িতরা নিজেদের নামে ভুয়া কোটা তৈরি করে সেসব কোটায় নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করানোর অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করেছেন। সে জায়গায় অবৈধভাবে নিজেদের অনুকূলে ভুয়া কোটা তৈরি করে ২০২১ শিক্ষাবর্ষে ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০৭ শিক্ষার্থী ভর্তি করে দণ্ডবিধির ৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছেন।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি নীতিমালা লঙ্ঘন করে যোগ্য শিক্ষার্থীদের বঞ্চিত করে অবৈধভাবে নিজেদের অনুকূলে ভুয়া কোটা সৃষ্টি করে ২০২১ শিক্ষাবর্ষে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে মোট ১০৭ শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ আনা হয়েছে।
আ. দৈ./কাশেম