বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ ও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ২১,৩৮৪ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম আটক করেছে বিজিবি।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা এ সকল পণ্য আটক করে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা।
এছাড়া গতকাল শুক্রবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ বল্লাঘাট নামক সীমান্ত এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ২১,৩৮৪ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৪ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত বাংলাদেশি ইলিশ মাছ ও ভারতীয় পণ্য স্থানীয় কাস্টমসে জমা করা হবে।
আ. দৈ. /কাশেম / মল্লিক