২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার সেই মামলার রায়ে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত।
হিরো আলমের ফেসবুক পেজ হ্যাকারের কবলে!
সেই সঙ্গে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। আদলতের রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম তার এমপি পদ ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে । হিরো আলমকে ঢাকা ১৭, বগুড়া ৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
একই মামলায় অপু বিশ্বাস ও হিরো আলম আসামি তার পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। মন্তব্যের ঘরে তাকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘আপনি বেক্কল। তখন কি মামলা করে রেখেছিলেন? যদি মামলা করেন তাহলে চ্যালেঞ্জ করলে পদ ফিরে পাবেন’। অনেকেই তার পোস্টে সহমত পোষণ করে লিখেছেন, ‘যোক্তিক দাবি’।
আ.দৈ/আরএস