চমকপ্রদ ফ্যাশন আর সাহসী পোশাকের জন্য বরাবরই আলোচনায় থাকেন উর্ফী জাভেদ। তবে এবার নতুন কোনো পোশাক নয়, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন তার ফোলা ঠোঁট নিয়ে! ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে মুখের তুলনায় সেটার আকার অস্বাভাবিকভাবে বড় দেখাচ্ছে।
এই ভয়ঙ্কর পরিস্থিতির ছবি নিজেই শেয়ার করেছেন উর্ফী, আর তাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে উর্ফী জানান, তিনি ঠোঁটের ‘ফিলার’ সরিয়ে ফেলতে গিয়েই এই যন্ত্রণাদায়ক অবস্থার শিকার হয়েছেন। ভিডিওতে দেখা গেছে, চিকিৎসক ইনজেকশন দিয়ে তার ঠোঁটে কোনো ওষুধ প্রয়োগ করছেন, আর উর্ফী চোখ বন্ধ করে যন্ত্রণা সহ্য করছেন।
ভিডিওর ক্যাপশনে উর্ফী লিখেছেন, “এটা ফিলার নয়, বরং আমি পুরনো ফিলারগুলো সরিয়ে ফেলছি। সবকিছু একদম নষ্ট হয়ে গিয়েছিল। পরে হয়তো আবার ফিলার করাবো, তবে আর ইনজেকশন দিয়ে নয়। এটা খুব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। কারও উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন কিছু করা।”
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়স থেকেই লিপ ফিলার ব্যবহার শুরু করেন উর্ফী। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। ফিলার ও বোটক্স ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছিলেন নিজের সততার কারণে।
কিন্তু এবার ফিলার ছাড়ার সিদ্ধান্তেই ঘটেছে বিপত্তি। শনিবার তিনি এক পোস্টে লেখেন, “বিশ্বাসই করতে পারছি না যে আমি আমার ফিলার সরাচ্ছি। অনেক বছর পর নিজেকে আবার ফিলার ছাড়া দেখতে যাচ্ছি। তবে এক সপ্তাহের মধ্যে আবার করাবো—তবে এবার আরও সূক্ষ্মভাবে।”