ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক মোহাম্মদ এজাজের আন্তরিকতায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ধর্মপ্রাণ উপদেষ্টাদের সহযোগতায় রাজধানীর শেরে বাংলানগর এলাকায় সাবেক আর্ন্তজাতিক বাণিজ্য মেলা মাঠে নগরবাসীর জন্য ‘ঈদুল ফিতরের মূল্যবোধ বজায় রাখার স্বার্থে বড় আকারে ঈদে নামাজ আদায়ের জন্য চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। ঈদের জামাতের পাশাপাশি ঈদের পুরো আনন্দ নগরবাসী মাঝে ছড়িয়ে দিতে মেলাসহ আরো বেশ কিছু আয়োজন রেখেছেন ডিএনসিসির প্রশাসক। ফিতরে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন সত্যিই একটা ব্যতিক্রম উদ্যোগ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ডিএনসিসি কর্তৃক ঈদের জামাত, ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান। প্রস্তুতি সভা ও ভেন্যু পরিদর্শনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এম এ আখের, সংস্কৃতি বিষয়ক কর্মশালায়ের যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের এডিসি তানিয়া সুলতানা এবং অন্যান্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘ সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে।’ তিনি বলেন, ডিএনসিসির এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শেষে ঈদ আনন্দ মিছিল বের হবে। আনন্দ মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে খামার বাড়ি মোড় ঘুরে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হবে। মানিক মিয়া এভিনিউতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।তিনি আরো বলেন, এবার ঈদ মিছিলে অংশগ্রহণকারীদের জন্য ঈদ উপলক্ষে সেমাই ও মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ডিএনসিসির উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে। মেলা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। দুইদিন ব্যাপী আয়োজিত ঈদ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, ‘ডিএনসিসিতে এবারই প্রথম ঈদ আনন্দ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বড় আকারে ঈদের জামাত, এরপর ঢাকার ঐতিহ্যবাহী ঈদের বর্ণাঢ্য আনন্দ মিছিলে ঘোড়ার গাড়ি, ঢোল, বাজনাসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি এই আনন্দ মিছিলে ফেস্টুন প্ল্যাকার্ডের মাধ্যমে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেওয়া হবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ঈদের জামাত আয়োজনের জন্য প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। ১০ হাজার মানুষের অংশগ্রহণের জন্য প্যান্ডেল প্রস্তুত করা হচ্ছে। মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হচ্ছে। ওযুর করার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে।’ সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে।
ডিএনসিসির গৃহিত উদ্যোগ বাস্তবায়ন ও আন্তরিকভাবে সহয়ায়তায় এগিয়ে আসছেন; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিএনসিসির এই উদ্যোগকে আরো স্বার্থক কররা জন্য আন্তরিকর্তার সাথে মাঠে ময়দানে কাজ করছেন; ডিএমপি, ইসলামিক ফাউন্ডেশন, পিডব্লিউডি, ঢাকা ওয়াসা এবং ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com