ঢাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সদর দফতরে প্রতিষ্ঠানটির অফিসার কল্যাণ সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সমিতির আহ্বায়ক প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্হাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপব্যবস্হাপনা পরিচালক মো. নূর আলম সরদার, মহাব্যবস্হাপকবৃন্দ উপস্হিত ছিলেন। প্রতিষ্ঠানটির সদর দফতর ও কয়েকটি শাখার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
র/আ