কুমিল্লা সিটি কর্পোরেশনে বিভিন্ন কার্যাদেশ প্রদানে অনিয়ম এবং কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৯ মার্চ ) দুদকের কুমিল্সলা মন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরাএই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুদক টিম প্রথমে অভিযোগে বর্ণিত কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে ওইসব রেকর্ড পর্যালোচনা করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি আরো জানান,দুদক কর্মকর্তারা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করেন।
অভিযোগে উল্লিখিত এন এস গ্যালারীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীন ২০২২-২৩ অর্থবছরে মোট ১০টি কার্যাদেশ পান যার মূল্য ৫৯ কোটি ৬১ লক্ষ টাকা।
ওই একই ব্যক্তি ২০২৩-২৪ অর্থবছরে ২১টি কার্যাদেশ পান, যার মূল্য ১৭২ কোটি ২৬ লক্ষ টাকা। উক্ত টেন্ডার প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না এবং কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করে বিল উত্তোলন করা হয়েছে কি না সে বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগের বিষয়ে সংগৃহীত সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ./ কাশেম