ঢাকার সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরী ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কারখানা দুটির মালিক পাওয়া না যাওয়ার কারনে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে, কারখানা দুটির বিপুল পরিমাণ ভেজাল মালামাল জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ মার্চ) বিকেলে সাভার পৌর এলাকার আড়াপাড়া ডিপ মেশিন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন প্রথমে অনুমোদন বিহীন বোতল জাতকৃত ভোজ্য সয়াবিন তেল, ডিটারজেন্ট ও শিশু খাদ্য তৈরির অবৈধ কারখানার সন্ধান পায় উপজেলা প্রশাসন । পরে ওই কারখানায় ভেজাল উৎপাদন সামগ্রী জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এরপরে ওই কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরপরে পাশের আরো একটি ভেজাল শিশুখাদ্য সন্দেশ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
শ্বেতশ্বেতে পরিবেশে গাদ জ্বাল দিয়ে ও বিষাক্ত উপাদানের সংমিশ্রণে তৈরি করা হচ্ছিল শিশু খাদ্য সন্দেশ। পরে কারখানার ভেতরে থাকা শিশু খাদ্য তৈরির উপাদান সমূহ ফেলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি) জহিরুল ইসলাম বলেন, অনুমোদন বিহীন একটি কারখানায় ভেজাল বোতলজাত কৃত সয়াবিন তেল, ডিটারজেন্ট ও শিশু খাদ্য তৈরি করত।
সেগুলোকে জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো একটি শিশু খাদ্য সন্দেশ তৈরীর কারখানায় অভিযান চালানো হয়েছে। পরে সন্দেশ তৈরির উপাদান সামগ্রী ফেলে দেওয়া হয়। এসব অবৈধ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আ.দৈ/আরএস