ঢাকার সাভারে ১৮ হাজার ১ টাকা ন্যূনতম মজুরিরসহ ৫টি গ্রেডে সরকার ঘোষিত নুন্যতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চামড়াশিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কর্মরত কয়েক হাজার শ্রমিকরা।
শনিবার (১০মার্চ) সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেন চামড়া শ্রমিকরা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
চামড়া শ্রমিক আরিফ মোল্লা জানান , অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা। নানা বাহানায় মালিকপক্ষ শুধু সময়ক্ষেপণ করছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন নেন শ্রমিকেরা।
রুহুল আমিন নামে আরেক শ্রমিক জানান, আমরা ট্যানারিতে অনেক পরিশ্রমের কাজ করি, সে তুলনায় আমাদের বেতন অনেক কম, এতে আমাদের সংসার চালাইতে অনেক কষ্ট হয়। তাই অবিলম্বে সরকার ঘোষিত ৫টি গ্রেডে বেতন কাঠামো মালিক পক্ষ মেনে নেবে। তবে আমরা আন্দোলন ছেড়ে কাজে মনোযোগ দেবো, যদি দাবি না মানে মালিকপক্ষ, তাহলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব বলেও জানান তিনি।
৫টি গ্রেড হল, গ্রেড১-৩৪,১৬৮টাকা-গ্রেড২-২৮,৩৮৮টাকা-গ্রেড৩-২৪,০০২টাকা-গ্রেড৪-২০,৯৯৩টাকা-গ্রেড৫-১৮,০০১টাকা
অন্যান্য দাবিগুলো হলো, প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত, শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দিতে হবে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পরিদর্শন কার্যক্রম স্বচ্ছ, কার্যকর ও জোরদার করতে হবে, স্থায়ী কাজে কোন অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না,মধ্যস্বভোগী বেআইনি কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিকদের কাজ করানো অবিলম্বে বন্ধ করতে হবে, দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিক চাটাই ও টারমিনেশন বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের জন্য একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে হবে, শ্রমিকদের জন্য স্বল্প মূল্য ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু করতে হবে, প্রস্তুতি কল্যাণ সুবিধাসহ নারী শ্রমিকদের সকল সুযোগ সুবিধা দিতে হবে, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে, ট্যানারি শিল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।
কর্মবিরতি চলায় সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল।
আ.দৈ/আরএস