মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও করেছে মাগুরা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা। তারা এ সময় নানা শ্লোগান দিয়ে আদালত চত্বরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্দরা ধর্ষকদের ফাঁসির দাবিতে নানা শ্লোগান দেয়।
বোরবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে মাগুরা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা শিশু ধর্ষকের বিচারের দাবিতে মাগুরা আদালত চত্বরে প্রবেশ করতে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়।
সরকারী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বায়োজিদ হোসেন জানান, নির্মম এই শিশু ধর্ষণের ঘটনায় তারা বিক্ষুব্দ। যে কারণে কলেজের শিক্ষার্থীরা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে আদালত চত্বরে প্রতিবাদ জানাতে এসেছে। তাদের সঙ্গে সাধারণ জনগণও যোগ দিয়েছেন। তারা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।
সদর থানার ওসি আয়ুব আালী জানান, শিশু ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনতা মাগুরা আদালত চত্বরে প্রবেশ করতে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়। এক পর্যায়ে প্রশানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রসঙ্গত, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তিন দিন পর ৪ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন শিশুটির মা আয়েশা আক্তার।
মাগুরার অতিতিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ৪ আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার আসামি ও গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের সকলকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
আ.দৈ/আরএস