সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
আইন-আদালত
২৯৮ কোটি আত্মসাৎ, দুদকের মামলা আতিউর. বারকাত ও আজাদসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 6 March, 2025, 5:06 PM  (ভিজিট : 190)

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. আবুল বারকাত এবং জনতা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুছ সালাম আজাদসহ ২৩ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে প্রায় ২৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। কারণ দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন-সাবেক গভর্নর আতিউর রহমান,অর্থনীতিবিদ আবুল বারাকাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর-২ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও অধ্যাপক নিতাই চন্দ্র নাথ।

এ ছাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদ, সাবেক উপমহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক এজিএম অজয় কুমার ঘোষ, জনতা ভবন করপোরেট শাখার সাবেক ম্যানেজার মো. গোলাম আজম, ব্যাংকের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, এসইও মো. এমদাদুল হক, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বার, সাবেক ডিএমডি মো. গোলাম ফারুক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও পরিচালক মো. আবু তালহা রয়েছে।  

আদালতে দুদকের পক্ষ করা আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা রেকর্ড সৃষ্টি করে ব্যাংক কর্তৃক মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনও ভবন বা স্থাপনা না থাকা সত্ত্বেও ঋণগ্রহীতা মালিক হওয়ার আগেই এ জমিতে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করে এবং জমি ও স্থাপনার মূল্য প্রায় ৬১০ কোটি টাকা মূল্যায়ন করে (অতি মূল্যায়ন) ঋণ অনুমোদনপূর্বক বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংকের জনতা ভবন কর্পোরেট শাখার ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের দায়ে আব্দুছ ছালাম আজাদ, ড. আবুল বারকাত, ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 গোপন সংবাদের ভিত্তিতে দুদক জানতে পেরেছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন। আসামিরা যাতে তদন্ত চলাকালীন সময়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় আদেশ দেওয়া এবং তা কার্যকর করার জন্য পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আ. দৈ. /কাশেম

   বিষয়:   আতিউর   বারকাত    আজাদের ২৯৮ কোটি আত্মসাৎ   ২৩ জনের দেশত্যাগে    নিষেধাজ্ঞা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
আইন-আদালত- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝