আগামীকাল থেকে সারা দেশে কমদামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রির শুরু, উপদেষ্টা ফরিদা আখতার। রমজান উপলক্ষে আগামীকাল কাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টসহ সারা দেশে কমদামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, অন্তর্বতীকালীন সরকারের প্রধান কাজ ও ইচ্ছা ছিল দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখা। তবে এখনো যেহেতু বাজারে স্থিতিশীলতা আসে নাই। তাই মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাচ্ছে নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমান করতেই এমন উদ্দ্যোগ।
জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারের লক্ষ্যে সরকারি অর্থে আন্তর্জাতিক মানের এই ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি স্থাপন করা হয়। এরমূল উদ্দেশ্য নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিতে সঠিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সংক্রমণ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত।
আ.দৈ/আরএস