দুর্নীতি দমন কমিশনের কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ঘুষ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ঘুষ,দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি পাবনা জেলাকে বাংলাদেশে দুর্নীতি মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেছেন।
বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) দুদক আয়োজিত পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭২ তম গণশুনানিতে পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতি মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন দুদক চেয়ারম্যান। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষে অতিথির বক্তব্য রাখেন,দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এসজিপি, এনডিসি, পিএসসি।
দুদক চেয়ারম্যান বলেন,'আমরা যদি ভালভাবে দেখি সকল সংকটের মূল দুর্নীতি। ধামাচাপা দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমি মনে করি দুর্নীতি কমবে'। কমিশনার মহোদয় বলেন,' আমরা ঘুষ দেব না। আমাদের মেরুদণ্ড সোজা করে দাড়াতে হবে।'
আজকের গণশুনানিতে ১৫২ টি অভিযোগ জমা পরে। এর মধ্যে দুদক তফসিলভুক্ত ৫৭ টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ৪ অভিযোগ কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বাকি অভিযোগ তৎক্ষনাৎ সমাধান দেওয়া হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ পাবনা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।
আ. দৈ./কাশেম