কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদি হাসান দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্প্রতি সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফ কতৃক স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে সোহাইল ইসলাম, জালাল মোল্লা, রাজিব সরদার, মাজেদুল ইসলাম ও তামান্না ইসলাম দিশা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জুবায়ের ইসলাম তালহা, আবু তাহের মন্ডল ও শশী আহমেদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে রাশেদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ হিসেবে সজিব হাসান, দপ্তর সম্পাদক হিসেবে জুয়েল রানা, উপ-দপ্তর সম্পাদক হিসেবে শাহরিয়ার আজম ও সুরুজ, প্রচার সম্পাদক হিসেবে মনিরা আক্তার, সহকারী প্রচার সম্পাদক হিসেবে লিমন, আইন বিষক সম্পাদক হিসেবে মাথিন ও নাইম, শিক্ষা সম্পাদক হিসেবে রতন মন্ডল, সহ-শিক্ষা সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নাজমুন নাহার মনিরা, সহকারী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রবিন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আলামিন হোসেন, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আসিফ ও রক্তিম দে, সাহিত্য সম্পাদক হিসেবে মীর ছাব্বির, সহকারী সাহিত্য সম্পাদক হিসেবে তপু খাতুন, হল বিষয়ক সম্পাদক হিসেবে সজিব মন্ডল,পরিকল্পনা সম্পাদক সামাদ হিসেবে হোসাইন, ভ্রমণ বিষয়ক সম্পাদক হিসেবে জায়েদ বিন ওসমান, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে বৃষ্টি সুলতানা ও নুূর নাহার রুনু এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তারিফ মেহমুদ ও জারিফা আক্তার মিথিলা দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং রাজবাড়ী জেলার ছাত্রদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমরা চাই, এই সমিতি শুধু নামেই নয়, কাজে ও অবদানে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করুক।
আ. দৈ. /কাশেম /সাকিব