বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাভারে আলোচনা সভা-লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান অতিথি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,জাতীয় নির্বাচনের জন্য পাড়া মহল্লায় আপনারা প্রস্তুতি নেন ও রাষ্ট্র মেরামতের জন্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার করার জন্য প্রচার-প্রচারণা করেন। তিনি আরো বলেন, আগামীতে দেশ চলবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এবং আগামীতে সরকার গঠিত হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের জন্য বেকার ভাতা, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডসহ জনগণের জীবন মান-উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার।
কর্মসূচিতে তেতুলঝোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি হাজী মো: হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মো: মহিউদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো: আব্দুল আজিজ,সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল,কেরানীগঞ্জ মডেল থানা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল পাশা,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি রহমান খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্বাস খান,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক হাজী মো: আব্দুল মালেক,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিনপির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন সিকদার।যুবদল নেতা মো: বিলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো রাজু আহমেদ,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: ইসমাইল হোসেন সিরাজী,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: শামিম আহমেদ,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সোহেল রানাসহ আনন্য নেতা কর্মীরা।
পরে সাধার মানুষের মাঝে রাষ্ট্র মেরামতের জন্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেণ নেতা-কর্মীরা।