রাজধানী জুড়েই চলছে সি এন জি চালিত রিক্সার ধর্মঘট। সকাল থেকে প্রয়োজনীয় বাহন না পেয়ে বিপাকে অফিসমুখী মানুষ, হাসপাতালমুখী রোগী, স্কুল কলেজ পড়ুয়া শক্ষিার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ। এরই মাঝে রাজধানী ও এর আশপাশের েমহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে ব্যপক যানজট।
ধর্মঘটকারীদের পিকেটিং-এ রাস্তায় চলতে দেয়া হচ্ছে না যাত্রীসহ বা ছাড়া কোন থ্রি-হুইলারই। আটকে দেয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন মোড়ে। এতে চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ।
সকাল থেকে রাজধানী ঢাকার মিরপুর, আদাবর, গাবতলী, উত্তরা, আবদুল্লাহপুর, খিলক্ষেত, বাড্ডা. রামপুরা, মালিবাগ, খিলগাও, যাত্রাবাড়ী, পোস্তগোলা,সহ সবখানেই প্রতিটি মোড়ে মোড়ে মিলেছে একই চিত্র।
রামপুরায় সিএনজি চালকদের অবস্থানের কারনে মতিঝিল পর্যন্ত অটোরিক্সা খোঁজেন রহিম শেখ। এক দাম আড়াইশ। বাস যাও দু একটা আসছে তাতেও চরম জটলা। অগত্যা পায়ে হেঁটেই রওয়োনা দিয়েছেন তিনি।
মিরপুর-১, সনি স্কোয়ারের সামনেও আছেন চালকরা। জানান, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে ৫০০০০ টাকা জরিমানার যে আইন করা হয়েছে তা বাতিলের।
এছাড়াও নতুন নিয়ম বাতিল ও ট্রাফিক পুলিশ হয়রানি বন্ধসহ বেশ কিছু দাবি দাওয়া জানিয়েছেনর তারা।
জানান, দাবি না মানা পর্যন্ত চলবে এই ধর্মঘট।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পরযাপ্ত সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটকারীদের দাবি দাওয়া নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন তারা।
এমআই