ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা নামে একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দিতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্তত ৩ যাত্রী । তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (১৫ ফেব্রুয়ারী) ভুক্তভোগি এক বাস যাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গতকাল (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাসটি পুলিশ টাউনের দিকে আসে। সেখানে সেতুর আগে যাত্রী তুলতে বাসটি থামান চালক। এসময় ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠে।
বাসে উঠেই তারা সামনের দিকে থাকা যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, মানিব্যাগ ও নারী যাত্রীর গলার চেইনও ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাঁধা দেয়। এসময় ছিনতাইকারীরা তাদের হাতের ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ. দৈ. / নিলয় /কাশেম/ এমআই