ধাওয়া করে সিএনজি ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
রাজধানীর মতিঝিলে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াসিন (৩০)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০২:৫০ ঘটিকায় মতিঝিলের ফকিরাপুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিলের বাসিন্দা মোঃ আলী (২০) বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বাসা থেকে বের হন। রাত ০২:৩০ ঘটিকায় তিনি ফকিরাপুল জিনেট টাওয়ারের সামনে পৌঁছলে একটি সিএনজিতে চড়ে চার দুষ্কৃতকারী তার পথ রোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় মোঃ আলীকে গ্রেপ্তারকৃত ইয়াসিন ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে। এ সময় ইয়াসিনসহ তার সহযোগীরা মোঃ আলীর নিকট হতে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ ৫৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এসময় আহত আলীর চিৎকারে স্থানীয় জনতা ও পুলিশের টহল টিম ধাওয়া করেফকিরাপুল কাঁচা বাজারের রাস্তায় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি চালক ইয়াসিনকে ধারালো ছুরিসহ আটক করে।
এ ঘটনায় মোঃ আলীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃত ইয়াসিন ও পলাতক অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। উল্লিখিত ছিনতাইয়ের ঘটনায় নিজের এবং তার সহযোগীদের সংশ্লিষ্টতার কথা সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে কলেও জানায় পুলিশ ।
এমআই