ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ফ্রান্সের মার্সেই শহরে পৌঁছেছেন। এটিই তার তিন দিনের ফ্রান্স সফরের শেষ দিন। যেখানে মোদি দেশটিতে দ্বিতীয় ভারতীয় কনস্যুলেট উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ফ্রান্স সফর শেষ করার পর, ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফর শুরু করবেন মোদি। এর আগে ১০ ফেব্রুয়ারি প্যারিসে মোদিকে স্বাগত জানান সেখানকার ভারতীয় সম্প্রদায়।
আজ কী কী কর্মসূচি রয়েছে?
তিন দিনের ফ্রান্স সফরের শেষ দিনে, ভারত-ফরাসি সম্পর্ক আরও গভীর করার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাদের। বুধবার ফ্রান্সে ভারতের দ্বিতীয় কনস্যুলেটের উদ্বোধন এবং মাজারগুয়েস যুদ্ধ সমাধিক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারা।
এছাড়াও, মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আন্তর্জাতিক পারমাণবিক ফিউশন সহযোগিতা, আন্তর্জাতিক তাপনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর) প্রকল্পটিও পরিদর্শন করবেন।
মঙ্গলবার কী কী করলেন-
এর আগে প্রধানমন্ত্রী মোদি এবং ম্যাক্রোঁ প্যারিসে এআই অ্যাকশন সামিট এবং ১৪তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি ব্যবসায়িক অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু। এটি ভারত এবং ফ্রান্সের উজ্জ্বলতম মানুষের মনের মিলন। আপনারা উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নতির মন্ত্র গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন। বোর্ডরুম সংযোগ স্থাপনের বাইরেও আপনারা ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে সক্রিয়ভাবে শক্তিশালী করছেন।’
তিনি ভারত ও ফ্রান্সের মধ্যে গভীর আস্থা এবং মূল্যবোধের উপরও জোর দেন। দু’দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, উদ্ভাবন এবং জনগণের সেবাকে তাদের বন্ধুত্বের স্তম্ভ হিসাবে উল্লেখ করেন।
এআই অ্যাকশন সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী এবং তাদের দুই ছোট ছেলের সাথেও দেখা করেন। এ সময় ভ্যান্সের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন মোদি।
সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে তিনি ভ্যান্সের পরিবারের সাথে ‘ভালো সময় কেটেছে’ বলে জানান।
শীর্ষ সম্মেলনের পাশাপাশি, প্যারিসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথেও দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী।
এএস//