সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
অপরাধ
কুড়িগ্রামে হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামী চট্টগ্রামে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 12 February, 2025, 11:55 AM  (ভিজিট : 111)

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আলোচিত হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার প্রধান আসামী মোঃ হাফিজুল ইসলাম এবং তার একসহযোগী  চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় র‌্যাব-৭-এর জালে ধরা পড়েছে। 

এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানিয়েছে,  গত ০৫ জানুয়ারি  তারিখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে দুপুর আড়াইটায়  আরাজি পাইকডাঙ্গা বাবুরহাট বাজার এলাকা হতে মোঃ হাফিজুল ইসলাম (২২), পিতা-মোঃ মোফাজ্জল হক ও তার স্ত্রী মোছাঃ সমেলা বেগম (২০)-কে আটক করে। এসময় আটককৃতদের হেফাজত থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আভিযানিক দলটি আসামীদের নিয়ে থানায় ফেরার পথে সন্ধ্যা ৬টা নাগাদ ভুরুঙ্গামারী থানাধীন ৯নং চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃত আসামীদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা ৭০/৮০ জন দেশীয় ধারালো অস্ত্র, লাঠি, লোহার রড,গাছের ডাল ইত্যাদি নিয়ে পুলিশের আক্রমণ চালিয়ে  হ্যান্ডকাফসহ আসামীদের ছিনিয়ে নেয়।  

এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ভুরুঙ্গামারী থানার দুই জনকে এজাহার নামীয় এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০৩, তারিখ ০৬ জানুয়ারি ২০২৫ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এ সরণী ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অধিনায়ক, র‌্যাব-৭ চট্টগ্রাম বরাবর আসামীদের গ্রেফতারের জন্য একটি আবেদন করেন।

র‌্যাব-৭ আবেদনের সূত্র ধরে গোয়েন্দা নজরধারী ও প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী  মোঃ হাফিজুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে ১১ ফেব্রুয়ারি রাত পৌণে ৯টায় গ্রেপ্তার করে। তার  দেওয়া তথ্য অনুযায়ী পৃথক অভিযানে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে আসামী মোছাঃ সমেলা বেগম (২০) কে  গ্রেপ্তার করে। 

আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা গ্রেপ্তার এড়াতে মামলা দায়ের এর পর হতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমআই
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝