ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনা আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় বাস মাহেদ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (১১ ফেব্র্যারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও একজন পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন- আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে আবিদ (৭), গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বাসিন্দা শহিদুল (৬০) এবং আতাহার (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেদ্রা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী ও মাহেন্দ্রার এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আতাহার নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করলে পুলিশ বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। মানুষের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এএস//