রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
জাতীয়
মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে তিন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 11 February, 2025, 6:58 PM  (ভিজিট : 107)
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি ভিডিও থেকে নেয়া

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি ভিডিও থেকে নেয়া


দেশে মবের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ বিষয়ক’ কর্মশালায় তারা এই কথা জানান। কর্মশালয় বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের ১২০ জন কর্মকর্তা অংশ নেন।

এসময় মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাবে।’
 
১৫ বছর ধরে সব গুম, খুন ও অরাজকতার বিচার হবে জানিয়ে মামলা তদন্তে পুলিশের আরও সতর্ক থাকার পরামর্শ দেন আইন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দেন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না। বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’
 
একই কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে-ময়দানে কিংবা রাজপথে দেখতে চাই না। সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে।’
 
কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় এজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে।

কর্মশালায় শিল্প উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ করছে সরকার।’
 
এদিকে, আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার (১১ ফেব্রুয়ারি) বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
 
আর মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কথিত আন্দোলন ও মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে।

এএস//
   বিষয়:  রাজধানী   রাজারবাগ   মানবাধিকার   শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান   স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী   আইন উপদেষ্টা আসিফ নজরুল     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝