ফরিদপুরে প্রতিবন্ধী মায়ের হাতে অকালে ঝড়লো ১৮ বছর বয়সী এক তরুণীর জীবন। জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের এই মর্মান্তিক হত্যার শিকার তন্বী আক্তার।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তন্বীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে গিয়ে দেখেন তন্বী মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর স্থানীয়রা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এলাকাবাসী জানায়, তন্বী আক্তার ও তার মা পৌরসভার গাড়া খোলায় বাস করতেন। তন্বীর মা দীর্ঘদিন ধরেই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং পরিবারের অন্য সদস্যদের সাথে মাঝে মাঝে অকারণ ঝগড়াঝাটি করতেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর রহমান জানান, হাসপাতালে আনার পর জানা যায় যে তন্বী আগেই মৃত্যুবরণ করেছেন।
বিকেলে মধুখালী থানা অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পর আমরা লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুরো ঘটনাটি স্পষ্ট হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এমআই