ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্মসচিব পদে ৭২ ও উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে।
এর আগে, এ কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার সুপারিশ করে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।
আ.দৈ/এএস