আমাকে একা মনে করবেননা, আমার সাথে বাউফলের সাধারন জনগন আছে, আমার কাছে টাকা নেই, কিন্ত ভালোবাসা আছে। আমাকে তারা ভালোবাসে বলেই আজকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বাউফল পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় উপজেলার পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার।
এসময় তিনি বাউফলের ইউনওকে উদ্দেশ্য করে বলেন, ইউএনও সাহেব আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পরলেও দরজা খুলেননা। এভাবে হলে চলবেনা। আপনার কাছে আসে মানুষ সেবার জন্য।
তিনি আরও বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে এক হতে হবে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলুদ সাংবাদিকতা করবেননা। তা হলে পরিণতি ভালো হবেনা। জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ত্বনায় রায়হান তালুকদার আকাশ জনসমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহন হাওলাদার।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, বিএনপি সাবক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, যুব দলের আহবায়ক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তৌসিফুর রহমান রাফা, পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ। বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি করেন।
জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এমআই