শিবালয়ের মহদেবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন জানান, ৫ আগষ্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, উক্ত মামলায় এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআই