পাঁচ দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২২৩ জনকে আটক করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে নৌ পুলিশ সূত্র।
এতে বলা হয় দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত পাঁচ ধরে নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ২৮ লক্ষ ৯৪ হাজার ৭৯৫ মিটার অবৈধ জাল এবং এক হাজার আটশত তেতাল্লিশ কেজি মাছ, ১২ লক্ষ ৪৬ হাজার পিস চিংড়ীর রেনু পোনা, ১০ লক্ষ ৬৩ হাজার পিস রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৭৯ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৫৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৯ টি ড্রেজার জব্দ করা হয়।
এসব অভিযানে ২২৩ জন আসামী গ্রেফতার করা হয় এবং ২৬টি মৎস্য, ৪টি বালুমহাল, ৫টি বেপরোয়া, ৩টি চাঁদাবাজি, ১টি অপমৃত্যু, ১ টি ডাকাতি প্রস্তুতি, ১টি অস্ত্র আইন, ২টি হত্যা এবং ১টি অন্যান্য মামলাসহ মোট ৪৪টি মামলা দায়ের করা হয় এবং ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
এমআই