সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের কথিত বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের করা আবেদনের শুনানি শেষে আদালত তৌফিকার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৌফিকা আফতাবসহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের জন্য অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, তৌফিকা আফতাব আইন মন্ত্রণালয়, বিচারিক আদালতের নিয়োগ ও বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ তদবির ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন।
তার নামে বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি রয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ২৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৩৭ টাকা গচ্ছিত রয়েছে। এছাড়া সিটিজেনস ব্যাংকে ৫ কোটি টাকার বিনিয়োগের তথ্যও পাওয়া গেছে।
দুদক আশঙ্কা করছে, অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর করে তৌফিকা আফতাব বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তার দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আদালতে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।
আ. দৈ./ সাধ