গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) বাবদ ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ৪১ লক্ষ ৪ হাজার টাকা অনুদান পাচ্ছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা প্রত্যেকে মাস্টার্সের গবেষণা বাবদ ৫৪ হাজার টাকা করে পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে ১ জন, জীববিজ্ঞান ও চিকিৎসা ক্যাটাগরিতে ৫৮ জন এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১৭ জন ফেলোশিপ পেয়েছে। এদের মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮ জন, ফার্মেসি বিভাগের ১২ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ জন, এপ্লাইড নিউট্রিশন ফুড এন্ড টেকনোলজি বিভাগের ৯ জন, জিওগ্রাফি এন্ড ইনভাইমেন্টাল সাইন্স বিভাগের ৮ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়।(১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। নির্ধারিত কমিটি কর্তৃক প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই ও আবেদনকারীগণের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ফেলোশিপ প্রদান করা হয়।
আ. দৈ. / কাশেম/ সাকিব