ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার যুক্তরাষ্ট্র সফর শুরু করবেন। তার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সফরের আগে নেতানিয়াহু জানান, মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় তারা হামাসের বিরুদ্ধে বিজয়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং বন্দিদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করবেন।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফের দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্পের সঙ্গে কোনো বিদেশি নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। নেতানিয়াহু বলেন, "এটি ইসরায়েল-আমেরিকা জোটের শক্তি ও গুরুত্বের প্রমাণ।"
রবিবার রাতে মার্কিন রাজধানীতে পৌঁছালে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তাকে স্বাগত জানান। তিনি বলেন, "আসন্ন বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধন আরও দৃঢ় করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।"
এদিকে, ১৫ মাস ধরে চলমান সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার কৃতিত্ব দাবি করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে। তিনি আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হবে।
আ. দৈ./ সাধ