বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বিদেশগামীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রবাসে চাকরির লোভ দেখাচ্ছে। এসব দালাল ও ভুয়া এজেন্সির মাধ্যমে অনেক বাংলাদেশি কর্মী টুরিস্ট বা ভিজিট ভিসায় লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। তবে এই ধরনের ভিসায় কাজ করার বৈধতা না থাকায় অনেক কর্মী শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। কেউ কেউ জেল-জরিমানার সম্মুখীনও হচ্ছেন।
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে মন্ত্রণালয় বিদেশগামীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, টুরিস্ট বা ভিজিট ভিসায় কোনো অবস্থাতেই কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া উচিত নয়। শুধুমাত্র বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বিদেশ গমন করতে হবে। বিদেশ যাওয়ার আগে চাকরির ধরন, বেতন-ভাতা, থাকার ব্যবস্থা, আকামা বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে হবে।
এছাড়া, বৈধ টিকিট ও বহির্গমন ছাড়পত্র ছাড়া বিদেশ না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দালালদের মিথ্যা আশ্বাসে জলপথ, স্থলপথ বা পায়ে হেঁটে বিদেশে যাওয়ার চেষ্টা না করতে বলা হয়েছে। ভিসার সঠিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা বিএমইটি’র (www.bmet.gov.bd) ওয়েবসাইট থেকে ভিসা ও চাকরির তথ্য যাচাই করা প্রয়োজন। এছাড়া, কোনো সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আ. দৈ./ সাধ