নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যকে সামনে রেখে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্যের ওপর।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, সব সংস্কার প্রস্তাব সম্পন্ন হওয়ার পর একটি ঐক্যমত্যভিত্তিক কমিশন গঠন করা হবে, যেখানে তিনিই প্রধান হবেন। সেই কমিশন নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করবে এবং কমিশনের নির্দেশনায় নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হবে।
সানাউল্লাহ আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য ইতিবাচক সুযোগ তৈরি হয়েছে। যারা এতদিন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন, তাদের সহযোগিতা এখন খুবই গুরুত্বপূর্ণ। গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য সবার সমর্থন প্রয়োজন।
নির্বাচন কমিশনার জানান, অতীতে ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, এবার সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দায়বদ্ধ। যদি নির্বাচন বিতর্কিত হয়, তাহলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই এর নেতিবাচক প্রভাব বহন করবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যা হবে একটি মডেল। এখান থেকেই নতুনভাবে দেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হবে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিস আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।