রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
জাতীয়
এনটিভিসহ ৪ টিভি বন্ধ করেছিলেন আরাফাত
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 1 February, 2025, 5:59 PM  (ভিজিট : 109)


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে এনটিভিসহ চারটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন সাবেক সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নির্দেশনা অনুযায়ী এনটিভির সম্প্রচার ৩০ মিনিট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় বাংলাভিশন, দেশ টিভি ও চ্যানেল ২৪ এর সম্প্রচারও।

এ বিষয়ে বর্তমান বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি (বিএসসিএল) এর ব্যবস্থাপনার পরিচালক ও প্রধান নির্বাহী ড. মুহাম্মদ ইমাদুর রহমান আজ শনিবার (ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘এনটিভিসহ চারটি টিভির সম্প্রচার বন্ধ রাখতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিএসসিএলের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে নির্দেশনার বিষয়টি সংবাদ মাধ্যমে শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।’ 

এ বিষয়ে এনটিভি সম্প্রচার বিভাগ জানায়, ১৮ জুলাই সন্ধ্যায় ৬টা ৮ মিনিটে এনটিভির সম্প্রচার হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বিএসসিএলের আর্থ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যোগাযোগ করা হলে জানানো হয় বিএসসিএলের টেকনিকাল সমস্যার কারণে বন্ধ রয়েছে। ১৬ মিনিট বন্ধ থাকার পর ৬টা ২৪ মিনিটে আবার চালু করা হয়।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী আলী আরাফাত ও চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কথোপকথনের একটি স্ক্রিনশট সাংবাদিকদের হাতে আসে। সেখানে বলা হয় ১৮ জুলাই দুপুর ১২টা ৫৭ মিনিটে ড. শাহজাহান মাহমুদকে ফোন করেন।

দুপুর ১টা ১ মিনিটে ড. শাহজাহানকে একটি মেসেজ দেন আরাফাত। মেসেজে তিনি লেখেন দেশ টিভি উইল গো অফ দ্য এয়ার ফ্রম ১৩.১০ পিএম ফর ১০ মিনিটস। প্লিজ কনফার্ম ইফ ইউ গেট দিস মেসেজ রিগার্ডস। এসএমএসের জবাবে ১টা ১১ মিনিটে ড. শাহজাহান লেখেন ইয়েস। এরপর ১টা ৩৩ মিনিটে আরাফাত আরও একটি মেসেজ দেন। সেখানে তিনি লেখেন উই টার্নড ইট অন এগেইন আফটার ১৫ মিনিটস, আকাশ সাবস্ক্রাইবারস এ মেকানিক্যাল ফলট নোটিস আদারস ওয়াচড এ পাসড স্ক্রিন। পরে ১টা ৩৭ মিনিটে ড. শাহজাহান রিপ্লাইতে লেখেন পারফেক্ট। তার এ নির্দেশের পর দেশ টিভি, চ্যানেল ২৪, এনটিভি ও বাংলাভিশন চ্যানেলের সম্প্রচার প্রায় ৩০ মিনিট বন্ধ রাখে বিএসসিএল। পরে আবার চ্যানেলগুলোতে সম্প্রচার সংযোগ দেওয়া হয়। মূলত ১৭ জুলাই সারা দেশে কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে তা নিয়ন্ত্রণে দমন-পীড়ন শুরু করে আওয়ামী লীগ সরকার। আন্দোলনকে কেন্দ্র করে ওই দিন অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর ১৮ জুলাই আন্দোলন আরও বেগবান হতে থাকে এবং এক পর্যায়ে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। মূলত আন্দোলনে দমন-পীড়ন ও সহিংসতা লুকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এ কাজে সহায়তা করেছিলেন বিএসসিএলের তৎকালীন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

এ বিষয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির বলেন, বিগত জুলাই আগস্টের আন্দোলন চলাকালে চারটি চ্যানেলের সম্প্রচার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এরমধ্যে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত দেশ টিভির সম্প্রচার বন্ধ ছিল। শুনেছি বাকি তিনটি চ্যানেলও ৩০ মিনিট করে সম্প্রচার বন্ধ ছিল।

এ ব্যাপারে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। গ্রাহকের সঙ্গে কোম্পানির যেই চুক্তি থাকে, একমাত্র সেই চুক্তির ব্যত্যয় ঘটলেই কেবল সেবা বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। ওই সময়ে এ চারজন গ্রাহকের সঙ্গে আমাদের এমন কোনো ইস্যু ছিল না। আমরা শুনেছি, ওপরের মহলের নির্দেশে তৎকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ পদক্ষেপগুলো নিয়েছিলেন। এ ব্যাপারে তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. শাহজাহান মাহমুদ একটি সংবাদ মাধ্যমকে বলেন, ওটা রাষ্ট্রের বিষয় তো, আমরা কিছু করতে পারি না। আমরা হুকুমের দাস। আমি রাজনীতিবিদ না, প্রশাসনের কেউ না, আমি টেকনিক্যাল লোক।

সেদিন আরাফত কী বলেছিলেন জানতে চাইলে ড. শাহজাহান মাহমুদ বলেন, ওইটা বলে তো এখন লাভ নেই। আরাফাত তখন তথ্যমন্ত্রী, উনি তখন সব টেলিভিশনের চার্জে, সবগুলো কিন্তু রাষ্ট্রের টেলিভিশন। তখন রাষ্ট্র যদি বলে সবগুলো টেলিভিশন বন্ধ করে দেন, আমাদের কোনো উপায় আছে? তবে রাষ্ট্র যদি সবগুলো ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিতে বলে সেখানে আমরা ২ মিনিট বা ৩ মিনিট কম্প্রোমাইজ করে বন্ধ করেছি। যখন এ রকম কোনো অর্ডার আসে তখন আমি কর্মকর্তাদের বলি দুই কূল রক্ষা করার জন্য। আমি কর্মকর্তাদের বলেছিলাম, তোমাদের চাকরির জন্য, আমাদের চাকরির জন্য জাস্ট সামান্য দেখিয়ে দাও। ১০ মিনিটের ওপরে বন্ধ  ছিল না। আর যদি হয়ে থাকে তা হলে নির্দেশ ছিল হয়তো ১০ ঘণ্টা ১২ ঘণ্টার জন্য।

কী রকম চাপ ছিল জানতে চাইলে ড. শাহজাহান মাহমুদ বলেন, আমি সব বলতে পারব না। শুধু ওইটা না, অন্য জায়গা থেকেও চাপ ছিল। ডিটেইলস আমি কিছু বলতে পারব না। রাষ্ট্রীয় কিছু ব্যাপার থাকে তো। পুরো টেলিভিশন সিস্টেমটা যেহেতু রাষ্ট্রের তাই রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী আমরা চালাইছি।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের এ কাজের সহযোগী ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া উপ-মহাব্যাবস্থাপক (অপারেশনস) বখতিয়ার আহমেদ। তিনি অপারেশন হেড হিসেবে কর্মরত রয়েছেন। চেয়ারম্যানের নির্দেশে তিনিই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে বখতিয়ার আহমেদ বলেন, আমার মাধ্যমে কিছু করা হয়নি। যেসব টিভি চ্যানেলের কনটেন্ট অপটিক্যাল ফাইবার হয়ে আমাদের গ্রাউন্ড স্টেশনে গেছে সেসব জায়গায় আমাদের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ স্যার অপটিক্যাল কোম্পনিকে (যাদু) বলে সম্প্রচার বন্ধ করেছে। তিনিই বন্ধের অনুমতি দিয়েছেন। ড. শাহজাহান মাহমুদ স্যার আমাদের যে ভেন্ডর প্রতিষ্ঠান আছে ও অপটিক্যাল ফাইবার যে মেইনটেন করে যাদু ও সামিটের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তাদের মাধ্যমেই সরাসরি শাহজাহান মাহমুদ স্যার এটা করেছেন। এটা চেয়ারম্যান ও তার ওপর (সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী) থেকে কন্ট্রোল করেছে। দেশ টিভিসহ দুয়েকটি চ্যানেল তিনি (ড. শাহজাহান মাহমুদ) সরাসরি বন্ধ করেছেন। আর কিছু জিনিস আছে যেটা আইনশৃঙ্খলা বাহিনী ও ডিজিএফআই থেকে সরাসরি হয়েছে।

আ. দৈ/এএস




   বিষয়:   এনটিভি   টিভি চ্যানেল   মোহাম্মদ আলী আরাফাত   দেশ টিভি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝