রাজধানীর আদাবরে সোনিয়া আক্তার আঁখি নামের একজন নারীকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
স্বজনদের দাবি, বুধবার ২৯ জানুয়ারি রাতে আঁখিকে কৌশলে ডেকে নিয়ে আদাবরের একটি ফ্ল্যাটে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।
ময়না তদন্তের রিপোর্ট ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করলে ঘটনার কারণ উদঘাটন করা যাবে বলে জানান তিনি।
আ. দৈ/এএস