গাজা উপত্যকায় আটক এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার তাকে মুক্ত করা হয়।
মুক্তি পাওয়া ওই সেনার নাম আগাম বার্গার, যাকে গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এই শরণার্থী শিবির একাধিকবার ইসরায়েলি বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আজ মোট আটজন বন্দির মুক্তি পাওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের নাগরিক এবং তিনজন ইসরায়েলি। তাদের বিভিন্ন স্থান থেকে মুক্তি দেওয়া হবে, যার মধ্যে খান ইউনিস শহরে হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির বাইরের একটি স্থানও অন্তর্ভুক্ত রয়েছে।
এই বন্দিবিনিময়ের অংশ হিসেবে আজ বিকেলে ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।
এর আগে দুটি বন্দিবিনিময়ের মাধ্যমে ৭ ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয় ইসরায়েল।
আ. দৈ./ সাধ