"জুলাই গণ অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ"—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। ওই দিন বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য জানান। তিনি বলেন,
"জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই ও বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের বইমেলা সম্ভাবনায় আলোকিত হবে, যা আমাদের প্রাণের মেলাকে আরও সমৃদ্ধ করবে।"
মেলার সময়সূচি ও বিশেষ দিনগুলোর আয়োজন
মেলার পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানিয়েছেন,
📌 ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
📌 প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে রাত ৮:৩০টার পর প্রবেশ নিষিদ্ধ।
📌 ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ব্যতিক্রম)।
📌 ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
বর্তমানে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, স্টলগুলো সাজানো হচ্ছে, নতুন বই প্রকাশের তোড়জোড়ও চলছে। আশা করা হচ্ছে, এবারের বইমেলা পাঠক-লেখকদের মিলনমেলায় পরিণত হবে।
আ. দৈ./ সাধ