জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের করা গ্রেপ্তার আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন- মিরপুর জোনের এডিসি এম এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশাদ হোসেন ও এসআই (সহকারী উপ-পরিদর্শক) চঞ্চল চন্দ্র সরকার।
এদিন সকালে এসআই চঞ্চল সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। আর দুপুর দেড়টায় এডিসি এম এম মইনুল ইসলাম ও আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে তোলা হয়।
এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৩১ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৯ জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল ও মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে ২৪ মার্চ।
আ. দৈ/ এএস