জ্বালানি ও অর্থনীতিতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেয়েছেন। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশেষ অবদান রাখায় তাকে এই পদকে ভূষিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদক প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানের ৩০ লাখ প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বিনিয়োগ- অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো- এই বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে।
রেলের কর্মচারীদের দাবি নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টারেলের কর্মচারীদের দাবি নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।
এদিকে 'বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স' পাওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল।
সিইসিকমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে: সিইসি
তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশি কর্মী ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। প্রতিদিন দূতাবাস সাত হাজার ভিসা ইস্যু করছে। এছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ ওমরাহর খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আ. দৈ/ আফরোজা