বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের মতো রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্টেশনে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা।
গতকাল সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার চিলাহাটিগামী সকাল ৬টা ২০ মিনিটের তিতুমীর এক্সপ্রেস, সকাল ৬টা ৩০ মিনিটের খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, সকাল ৭টার ঢাকাগামী বনলতা এক্সপ্রেক্স এবং সকাল ৭টা ৪০ মিনিটের ঢাকাগামী সিল্কসিটি ট্রেন চলেনি।
এসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে মারধর করেন।
যাত্রীরা জানান, টিকেট বিক্রি করে পূর্ব ঘোষণা ছাড়ায় ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন। এরকম কাণ্ডজ্ঞান আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন গণমাধ্যমে বলেন, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শান্তি ফিরে আসে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী আসার পর যাত্রীরা টিকিটের টাকা ফেরত পেয়ে ফিরে গেছেন।
আ. দৈ/ আফরোজা